স্টাফ রিপোর্টার: হনুমানরা বাধা মানছে না মানুষের তৈরি কাঁটাতারের বেড়ার। ক্ষুধার্ত হনুমানরা বেড়া টপকে চলে আসছে বাংলাদেশের অভ্যন্তরে। খাদ্যের সন্ধানে ছুটছে বিভিন্ন গ্রামে ছুটছে তারা। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনায় এখন অনেক হনুমান ঘুরছে এদিক-ওদিক। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি-বিএসএফের অতন্দ্র প্রহরা ভেঙে অনেক ক্ষুধার্ত হনুমান বাংলাদেশে ঢুকছে। দর্শনার সীমান্তবর্তী গ্রামগুলোতে এখন তাদের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সকালে এমনিভাবে বেশ কয়েকটি হনুমানকে দেখা যায় দর্শনা বিজিবি কোম্পানির বিজিবি সদস্যদের কাছে খাদ্যের জন্যে ধরনা দিতে। বিজিবি সদস্যরাও ভারতীয় অনুপ্রবেশকারী হনুমানগুলোকে মানবিক আচরণ দেখিয়ে খাদ্য দেন।