ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় কোটচাদপুর উপজেলা জামায়াতের আমিরসহ জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতের আমির আজিজুর রহমানের কাছ থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। সে উপজেলার কলেজপাড়ার বাবর আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ভোররাতে অভিযানকালে কোটচাদপুর উপজেলা শহরের বলুহর বাসস্ট্যান্ড থেকে উপজেলা জামায়াতের আমির আজিজুর রহমানকে ৪টি ককটেলসহ আটক করা হয়। এছাড়াও জেলার ৬টি উপজেলা থেকে জামায়াত-বিএনপির আরো ১০ কর্মীকে আটক করা হয়।