মাথাভাঙ্গা মনিটর: কেন উইলিয়ামসন আরও একবার দাঁড়িয়ে গেছেন দলের ভরসা হয়ে। অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে নিউজিল্যান্ড লড়ছে সাম্প্রতিক সময়ে দলের সেরা এই ব্যাটসম্যানের ব্যাটে। পার্থ টেস্টে ৯ উইকেটে ৫৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২৪৪ রানে দিন শুরু করা ডেভিড ওয়ার্নার আউট হন ২৫৩ রানে। নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৪০ রানে। ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।
আগের টেস্টে দলের বড় হারের মাঝেও ১৪০ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন উইলিয়ামসন। এবারও তার ব্যাট দারুণ স্বচ্ছন্দ। যদিও ব্যাটিঙের মতো বল হাতেও অস্ট্রেলিয়ার শুরুটা ছিলো ভালো। ইনিংসের তৃতীয় ওভারেই ভেতরে ঢোকা দারুণ এক লেট সুইংয়ে মার্টিন গাপটিলকে (১) ফেরান মিচেল স্টার্ক।