আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ক্যানেলপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ মারামারিতে উভয় পক্ষের ২জন আহত হয়। আহতদের উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার ক্যানেলপাড়ায় শনিবার সন্ধ্যায় প্রতিমা বির্সজনের পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্যানেলপাড়ার যুবকরা গোবিন্দপুর দাসপাড়ার দিলিপ দাসের ছেলে মিঠুনকে (২০) মারপিট করে। এ সময় মিঠুন আহত হয়। সংবাদ পেয়ে গোবিন্দপুর গ্রামের বেশ কয়েকজন যুবক ক্যানেলপাড়ার গিয়ে মৃত নলীনি মহনের ছেলে মনিকে (৪০) মারপিট করে। এ সময় তার দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আহত দু পক্ষের দুজনকে চিকিৎসার জন্য রাতেই হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।