মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, আমার ধারণা এবছর ব্যালন ডি’অর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিই জিতবেন। রোনালদো বলেন, গত মরসুমটা ছিলো আমার ক্যারিয়ারের সব থেকে সেরা মরসুম। তবে আমি মনে করি বিশ্ব ফুটবলের সেরার মুকুটটা এবার মেসিই পাবে। তিনি বলেন, তবে ভবিষ্যতে আমি আবারও সেরার মুকুটটা অর্জন করবো।
পর্তুগিজ অধিনায়ককে নিয়ে বেশ কিছুদিন হলো গুঞ্জন চলছে তিনি আর রিয়ালে খেলবেন না। নতুন ক্লাবে খেলবেন। সেটা হতে পারে পিএসজি অথবা আগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তিনি আমেরিকান ক্লাবেও একবছর খেলতে চান বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। সিআর সেভেন গত ২ বছর ব্যালন ডি’অর জিতেছেন। তবে বার্সার হয়ে ট্রেবল জেতানো মিসেকেই এবার সেরা ভাবছেন তিনি।