দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের রজব জয়ন্তী উৎসব

???????????????????????????????

দর্শনা অফিস: ওয়েভ ফাউন্ডেশন এলাকার দারিদ্র্য বিমোচনে ভূমিকা রেখেছে। অর্থনৈতিক সহায়তায় আন্তরিকতার সাথে কাজ করছে। দেখতে দেখতে এ প্রতিষ্ঠানটি তৃর্ণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কাজের ধারা অব্যাহত রেখেছে। উপরোক্ত কথাগুলো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম। গতকাল শুক্রবার ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

দিনটিকে স্মরণীয় করে রাখতে নানামুখি কর্মসূচি গ্রহন করা হয়। সন্ধ্যায় কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা বেগম ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী। ওয়েভ ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, মোহাম্মদ আলী শাহ মিন্টু, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, হাজি আকমত আলী, রুস্তম আলী, কেরুজ শ্রমিক নেতা তৈয়ব আলী। ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফারুক আহম্মেদ, অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. বেলাল হোসেন, জহির রায়হান, নুঝাত পারভীন, আছমা হেনা চুমকি, রানি শাহসহ ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তারা।

Leave a comment