খবর:(ভারত থেকে ফেরত আনা হলো নুর হোসেনকে)
রক্ত নিয়ে হোলি খেলে
দেশে আগুন জ্বালিয়ে,
খুব গোপনে কায়দা করে
গেলে বিদেশ পালিয়ে।
কী সুখ পেলে সাত মানুষের
সোনার বাড়ি পুড়িয়ে,
টাকার ওপর শুয়ে শুয়ে
জানটা নিলে জুড়িয়ে।
ফন্দি-ফিকির করে করে
পয়সা নিলে হাতিয়ে,
কার সাথে কী করলে তুমি
বন্ধু-মিতে পাতিয়ে।
আহাদ আলী মোল্লা