সাবেক এমপি সহিদুল ইসলাম বিশ্বাসের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে স্থানীয় হোটেল রয়েল ব্লু সম্মেলনকক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে গতকাল শুক্রবার হোটেলের সম্মেলনকক্ষে বিকেল ৪টায় এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক শরীফুজ্জামান শরিফ। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম বদা, সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, জাহানারা পারভীন, সাবেক যুগ্মসম্পাদক মাহমুদুল হাসান পল্টু, খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল ব্যানা, বারাদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, সদর উপজেলা প্রচার সম্পাদক আলাউদ্দীন, সহসভাপতি রাফাতুল মহলদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, মনিরুজ্জামান, যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আত্তাব হোসেন পিন্টু, গোলাম কিবরিয়া তিস্তা, বদরউদ্দীন বাদল, এমএ করিম, রেজাউল ইসলাম সদি, আরিফ আহাম্মেদ সোনা, ফজলু মহলদার, আমিনুল হক বিশু, কুদ্দুস মহলদার, হাফিজ উদ্দিন হাবলু, কাকন, বজলুর রহমান, সামসুল, সন্টু, হাবিবুর রহমান সাদিদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহ্বায়ক আশাদুল হক বটুল, একরামুল হক, এনামুল হক সোহেল, হাসেমুজ্জামান মুকুল, শফিউল হক সালাম, আহসান হাবিব বাপ্পি, রুবেল হাসান, সামসুল, পারভেজ মহলদার, রাকিব মহলদার, রিন্টু মহলদার, শিপন, মমতাজ বেগম, নিনা, পলাশ, ছানোয়ার, হামিদউদ্দীন বাবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফুজ্জামান শরিফ সাবেক এমপি সহিদুল ইসলাম বিশ্বাসের অসমাপ্ত কাজ আগামীতে চুয়াডাঙ্গা বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। প্রেসবিজ্ঞপ্তি।