মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন মনোনয়নপত্র জমা

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ২টি প্যানেলের ৩০ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে সভাপতি পদে অ্যাড. মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. নজরুল ইসলামসহ ১৫ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে সভাপতি পদে অ্যাড. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. ইব্রাহীম শাহীনসহ ১৫ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার অ্যাড. বিমল কুমার বিশ্বাসের হাতে উভয় প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

Leave a comment