তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত : ৪৫ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ভারতের তামিলনাড়ুতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে তিন দিনে ৪৫ জন মারা গেছে। রাজ্যটির বেশ কয়েকটি স্থানে উত্তরপূর্বাঞ্চলীয় মরসুমী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে কুদ্দালোর জেলায় বেশি ক্ষতি হয়েছে। এ অঞ্চলে ২৭ জন লোক মারা গেছে। গত তিন দিনে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাধারণত তামিলনাড়ুতে অক্টোবর থেকে ডিসেম্বরে মাত্র ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। বৃষ্টিপাতের কারণে ১০৮টির মতো গবাদি পশু ও হাঁসমুরগী মারা গেছে। মারা যাওয়া গরু, ছাগল ও হাঁস-মুরগির মালিকদের ত্রান সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গরুর মালিকদের প্রত্যেককে ২০ হাজার রুপি, ছাগলের মালিকদের প্রত্যেককে ২ হাজার রুপি এবং হাঁস-মুরগির মালিকদের প্রত্যেকে ১০০ রুপি করে সহায়তা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা বৃষ্টিপাতের কারণে যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। রাজ্যের মন্ত্রী পানিরসেলভাম, নুথাম বিশ্বনাথন, আরপি উদয়কুমার কুদ্দালোরে ত্রাণ তৎপরতা দেখভাল করবেন। এছাড়াও সরকার কুঁড়েঘরের বাসিন্দাদের আর্থিক সহায়তা প্রদান করবে। যাদের কুঁড়েঘরের সম্পূর্ণ ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে পাঁচ হাজার রুপি ও যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে ২ হাজার ৫০০ রুপি করে আর্থিক সহায়তা দেয়া হবে।
লিবিয়ায় সরকারি বাহিনী-আইএস লড়াইয়ে নিহত ১৬
স্টাফ রিপোর্টার: লিবিয়ার বেনগাজিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের অনুগত বাহিনীগুলোর সাথে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তীব্র লড়াইয়ে অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গত বুধবার দেশটির সামরিক বাহিনীর একজন কমান্ডার এ তথ্য জানিয়েছেন। লিবিয়ার কর্তৃত্বের দাবিদার দুটি সমান্তরাল সরকার দেশটি শাসন করে যাচ্ছে। দেশটির পূর্বদিকে অবস্থান নেয়া সরকার দেশটির বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। অপরদিকে রাজধানী ত্রিপোলি দখল করে স্বঘোষিত অপর একটি সরকারও নিজেদের বৈধ বলে দাবি করছে। এক বছরেরও বেশি সময় ধরে এ দুটি পক্ষ ও অন্যান্য পক্ষগুলোর মধ্যে লড়াইয়ের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে বেনগাজি। সেনাবাহিনীর মুখপাত্র মিলাদ জবেই জানান, গত মঙ্গলবার জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবীয় জাতীয় সেনাবাহিনীর (এলএনএ) সাথে আইএসের মিত্র জঙ্গিদের লড়াই শুরু হয়। তিনি বলেন, আমাদের বিশেষ বাহিনীগুলো অগ্রসর হয়ে মাশহাশ ও সিদি ফরাজ জেলার মধ্যবর্তী বিমান প্রতিরক্ষা শিবিরটি পুনর্দখল করেছে। আইএস ২০১৪ সালে শিবিরটি দখল করে নিয়েছিলো। এক বছর আগে বেনাগাজিতে উগ্রপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জেনারেল হাফতার। পরে তাকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সরকারের সেনাবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তার নেতৃত্বাধীন অভিযান বেনগাজি থেকে জঙ্গিদের হটাতে ব্যর্থ হয়। লড়াইয়ে উভয়পক্ষই সাফল্য দাবি করে আসছে। কিন্তু বিদেশি জঙ্গিরা যোগ দেয়ায় আইএসের পক্ষে যোদ্ধার সংখ্যা বেড়েই চলছে। চার বছর আগে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফিকে পশ্চিমাদের সমর্থনে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পর হানাহানিতে লিপ্ত রয়েছে।
তুরস্কে সাগরে নৌকাডুবিতে ৭ শিশুসহ ১৮ শরণার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: তুরস্কের এজিয়ান সাগরের উপকূলে নৌকা ডুবে ৭ শিশুসহ ১৮ শরণার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তুর্কি উপকূলরক্ষীরা একজন গর্ভবতী নারীসহ অন্তত ২৭ শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে। নৌকাটি তুরস্কের কানাককালে প্রদেশ থেকে গ্রিসের লেসবোস দ্বীপে যাচ্ছিলো। পাথরে বাড়ি খেয়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত নৌকায় পানি ঢুকতে শুরু করার পরও এটি তার যাত্রা অব্যাহত রাখায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে কানাককালের প্রশাসক জানিয়েছেন। অবশ্য নৌকায় আরো পানি ঢোকার পর তারা ফিরে আসার চেষ্টা করে কিন্তু কূলে পৌঁছানোর আগেই সেটা ডুবে যায় বলে জানান তিনি।
সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা
স্টাফ রিপোর্টার: সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, বুধবার সকালের দিকে ওই হামলা হয়েছে। এর আগে, গত অক্টোবর মাসে গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে গোলন্দাজ হামলা চালিয়েছিলো ইসরাইল। এছাড়া, দীর্ঘদিন ধরে সিরিয়া অভিযোগ করছে, ইসরাইল এবং তার পশ্চিমা মিত্ররা সিরিয়ার বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল-সহ বিভিন্ন গোষ্ঠীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রচুর পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। এর পাশাপাশি অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইল ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছে এবং সেখানে সিরিয়ায় আহত সন্ত্রাসীদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।