ঝিনাইদহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ : আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর নামক স্থানে ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে।  তারা হলেন শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের সামেদ বিশ্বাসের ছেলে সমেশ বিশ্বাস (৫০), নগরপাড়া গ্রামের মৃত গোপেন বিশ্বাসের স্ত্রী শ্যামলী  বিশ্বাস (৪৮), চতুড়া গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে তোফাজ্জেল বিশ্বাস (৪০) এবং তার ভাই কাউসার বিশ্বাস (৩০), আউশিয়া গ্রামের নিখিল বিশ্বাসের ছেলে বাপ্পী (২৮), বড়িয়া গ্রামের মসলেম শেখের ছেলে লাল্টু শেখ (২৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার শাহাজাহান আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২)।

শৈলকুপা থানার ওসি এমএ হাশেম খান জানান, সকালে শৈলকুপা থেকে একটি মাহেন্দ্র যাত্রী নিয়ে গাড়াগঞ্জ যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ  হয়। এতে ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সমেশ বিশ্বাস ও শ্যামলী  বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

Leave a comment