জীবননগর ব্যুরো: বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য আজ শুক্রবার ও আগামীকাল শনিবার জাফরপুর বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে কাজ করা হবে। ফলে এ দু দিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত দর্শনা, উথলী ও জীবননগর সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দর্শনা সাবস্টেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান ও জীবননগর সাবস্টেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন জানান, জাতীয় গ্রিডের সংস্কার করা হবে। একই সময়ে বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য চুয়াডাঙ্গাস্থ জাফরপুর বিদ্যুৎ গ্রিডের সংস্কার করা হবে। ফলে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত জীবননগর, উথলী ও দর্শনা সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে দুঃখ প্রকাশ করা হয়।