গাংনীর ষোলটাকা ইউনিয়ন আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার বিকেলে জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আব্দুল মান্নাফকে সভাপতি ও গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

আব্দুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি নড়বড়ে করে দিতে সব সময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয়। ষড়যন্ত্রের মাধ্যমে তারা সরকারকে বিপাকে ফেলার অপচেষ্টা করছে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, জেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডার, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু, যুবলীগ নেতা গাংনী পৌর কাউন্সিলর নবীর উদ্দীন, আনারুল ইসলাম বাবু, আতিয়ার রহমান বান্টু, মিজানুর রহমান হাসু, পৌর ৭নং ওয়ার্ড আ.লীগ সভাপতি জহরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু।

Leave a comment