আলমডাঙ্গা আটকপাটে মধ্যরাতে দু ব্যক্তি ছিনতাইকারীর কবলে

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আটকপাটে মধ্যরাতে দু ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েছেন। গত বুধবার তারা ট্রেন থেকে আলমডাঙ্গা স্টেশনে নেমে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।

জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের জয়নাল মালিথার ছেলে মহি উদ্দিন (৫৫) ও আহাম্মদ মণ্ডলের ছেলে মতিয়ার রহমান তাবলিগ জামায়াতে এক চিল্লা শেষ করে ট্রেনযোগে আলমডাঙ্গা স্টেশনে আসেন। রাতেই তারা ভ্যানে করে আনন্দধামে ব্রিজের ওপর নেমে পড়েন। সেখানে কোনো পরিবহন না পেয়ে তারা হাঁটতে শুরু করেন। তারা আটকপাটের কাছে পৌঁছুলে ৭-৮ জনের একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে ৫ হাজার টাকা ২টি মোবাইলফোন কেড়ে নেয়।

 

Leave a comment