বাড়ির ওপর মার্কিন বিমান বিধ্বস্ত : নিহত ৯
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক বিমান দুটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট, কো-পাইলটসহ নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হাইওয়ে নিরাপত্তা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট বিল হেইমেকার জানান, আক্রন ফুলটন বিমানবন্দর থেকে হকার এইচ-২৫ বিমানটি উড্ডয়ন করে। বিমানটির ১০ যাত্রী বহনের ক্ষমতা রয়েছে। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বিমানটি একটি বাড়িতে আঘাত করলে তাতে আগুন ধরে যায়। এর পর তা একটি বাঁধ ও অপর একটি বাড়িতে আঘাত হানে। তবে ওই বাড়ি দুটিতে কোনো বাসিন্দা ছিলেন না। নিহতরা সবাই বিমানের যাত্রী বলে জানান তিনি। এ দুর্ঘটনার তদন্ত করছে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বলে জানিয়েছে ওহিও স্টেট হাইওয়ে নিরাপত্তা রক্ষাকারী বিভাগ।
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ শিশুসহ ১৪ অভিবাসীর মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের আয়েজেন উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে সাত শিশু রয়েছে। বুধবার নৌকাটি গ্রীসে পৌঁছানোর চেষ্টা করছিলো। স্থানীয় গণমাধ্যমে বুধবার একথা বলা হয়েছে। হালকা ওই নৌকা থেকে তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা মৃতদেহগুলো উদ্ধার করেছে। নৌকাটি গ্রিসের লেসবোস দ্বীপের দিকে যাচ্ছিলো। বার্তা সংস্থা দোগান জানায়, এ ঘটনায় ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প
মাথাভাঙ্গা মনিটর: চিলির মধ্যাঞ্চলীয় উপকূলের অদূরে গত মঙ্গলবার রাতে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিক কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো উপকূলের কাছে কোকুইম্বো থেকে প্রায় ৯৩ কিলোমিটার (৫৭মাইল) উত্তর-পশ্চিমে। ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিলো এই ভূমিকম্পের মাত্রা ৬.৬। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামির আশঙ্কা নেই।
পাকিস্তানে ভুতুড়ে স্কুল : ৪৫০ শিক্ষক চাকরিচ্যুত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান কর্তৃপক্ষ কয়েকশ ‘ভুতুড়ে স্কুলে’ অর্থায়ন বন্ধ করে দিয়েছে এবং ৪৫০ অনুপস্থিত শিক্ষককে চাকরিচ্যুত করেছে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে এ ধরণের স্কুলের বিরুদ্ধে অভিযান শুরু করার অঙ্গীকার করেছে। প্রাদেশিক শিক্ষা সচিব আব্দুল সবুর বলেন, ৬৫০টি ভুতুড়ে স্কুল চিহ্নিত করে সেগুলোতে অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৪৫০ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা কোনো স্কুলে পড়াতেন না। অথচ বেতন নিতেন। তিনি বলেন, এগুলোর বেশিরভাগেরই অস্তিত্ব কাগজে কলমে রয়েছে। এছাড়া কিছু স্কুল আছে পরিত্যক্ত অবস্থায়। সেখানে না আছে শিক্ষক, না আছে শিক্ষার্থী। প্রাদেশিক শিক্ষামন্ত্রী রাজা মোহাম্মদ ব্রাইচ এর সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষ আরো কয়েকশ স্কুল ও শিক্ষককে চিহ্নিত করেছে যাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে। তিনি বলেন, শিক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা এসব ভুতুড়ে স্কুল ও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছি। এসব শিক্ষকদের বেশিরভাগই অতীতে রাজনৈতিক কারণে নিয়োগ পেয়েছিলেন।