নানা আয়োজনে রাজধানীসহ সারাদেশে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

??????????

মাথাভাঙ্গা ডেস্ক: নানা আয়োজনে গতকাল বুধবার রাজধানীসহ সারাদেশে উদযাপিত হয়েছে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেককাটা, আলোচনাসভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনের কর্মসূচি।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগ দিনব্যাপী নানা কর্মসুচি পালন করে। জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়। বেলা একটার দিকে জেলা যুবলীগের সকল নেতাকর্মীর উপস্থিতির মধ্যদিয়ে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুর হক আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মিস্তানুল ইসলাম মিজু, কেন্দীয় কমিটির সদস্য মারুফুল হক বিপ্লব, যশোর যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির, আওয়ামী লীগ নেতা মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ।

প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর শহীদ শেখ মুনিরের নেতৃত্বে যে যুবলীগের জন্ম দিয়েছিলেন সে আদর্শের যুবলীগ জিপু ও জিল্লুর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন জামায়াত-বিএনপি দেশব্যাপী ষড়যন্ত্র শুরু করেছে। আমি বিশ্বাস করি চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতৃবৃন্দ জামায়াত-বিএনপির ষড়যন্ত্রকে রুখে দেয়ার জন্য একটি আদর্শ শক্তিশালী যুবলীগে পরিণত হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি। সর্বপরি প্রধান অতিথি বলেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দিক নির্দেশনা ও উন্নয়নের ভূমিকার প্রশংসা করেন।

বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিস্তানুল ইসলাম মিজু বলেন, ৪৩ বছর পুর্তিতে জেলা যুবলীগের আহ্বায়ক জিপুর নেতৃত্বে যে জনস্রোত আমি দেখলাম এ বিষয়টি বাংলাদেশ যুবলীগের প্রাণপুরুষ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অবহিত করবো। তিনি যুবলীগের সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি মারুফুল হক বিপ্লব বলেন চুয়াডাঙ্গার যুব সম্প্রদায় জেলা যুবলীগের নেতৃত্বে আগমী দিনের যে কোনো লড়াই সংগ্রামে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

এছাড়াও বক্তব্যে রাখেন যশোর জেলা যুবলীগের সভাপতি ফরিদ আহম্মেদ চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কবীর ও আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফারুক জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য জিয়া উদ্দিন মিলন, মতি, অ্যাড. ফিরোজ, হাফিজুর রহমান কালু, সবুজ, রাকু, টুকুল, পলাশ, শাহীন, হযরত আলী, বাবু, তোতা, জীবননগর উপজেলার আহ্বায়ক আব্দুস সালাম ঈসা, দামুড়হুদা যুবলীগের আহ্বায়ক ইউসুফ, যুগ্ম আহ্বায়ক ছোট, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহিন রেজা স্বপন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু, খাদিমপুর ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক সাবান, যুবলীগ নেতা ইমরান হোসেন বিপ্লব, ভুলন, মাসুম ডেভিড, বুলবুল, ওয়াসিম, আক্তারুজ্জামান বাবু, রনি, আছের আলী, হারদী যুবলীগ নেতা মিন্টু, শামসুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মাফি, পৌর ছাত্রলীগের সহসভাপতি হাসান, সহসভাপতি জাহাঙ্গীর, সরকারি কলেজ ছাত্রলীগের তাপু, জজ, প্রচার সম্পাদক জ্যাকি প্রমুখ।

অনুষ্ঠানটি জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু।

এদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মোটরসাইকেল শোভাযাত্রা, আলোচনাসভা এবং কেক কাটা।

গতকাল বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৭টার দিকে পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রশিদ, রেজাউল করিম, যুবলীগ নেতা রাশেদুল হাসান বাকী, যুবলীগ নেতা সুমন, হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ফকা, গোলাম মোস্তফা লালা, শামিম হোসেন সুমনসহ নেতাকর্মীরা। এরপর বেলা ১১টার দিকে জেলা আ.লীগের কার্যালয় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে জেলা যুবলীগ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আ.লীগ কার্যালয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শুরু হয় আলোচনাসভা।

জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের। বক্তব্য রাখেন- আ. রশিদ, রেজাউল করিম, যুবলীগ নেতা রাশেদুল হাসান বাকী, যুবলীগ নেতা সুমন, হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ফকা, গোলাম মোস্তফা লালা, শামিম হোসেন সুমন, যুবলীগ নেতা লেবু, লিপ্টন, আশরাফ, সুমন, মাছুম, আল ইমরান শুভ, বুলবুল, দেলোয়ার হোসেন দিপু, আব্দুল আলিম ফটিক। বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর উপজেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।

সন্ধ্যায় জেলা আ.লীগ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন নঈম হাসান জোয়ার্দ্দার, আব্দুল কাদের, আ. রশিদ, রেজাউল করিম, যুবলীগ নেতা রাশেদুল হাসান বাকী, যুবলীগ নেতা সুমন, হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ফকা, গোলাম মোস্তফা লালা, শামিম হোসেন সুমন, যুবলীগ নেতা লেবু, লিপ্টন, আশরাফ, সুমন, মাছুম, আল ইমরান শুভ, বুলবুল, দেলোয়ার হোসেন দিপু, আব্দুল আলিম ফটিক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সদস্য খালিদ মাহমুদ, কলেজ ছাত্রলীগের নেতা শাকিল আহম্মেদ জিম, তানভির আহমেদ সোহেল, শিমুল লসকর, সৈকত প্রমুখ।

চুয়াডাঙ্গা কোর্টমোড়ে যুবলীগ কার্যালয়ে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা তারেক আজিজ নয়ন। বিশেষ ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মিলন, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরেফিন খান, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দরুদ হাসান, আলমগীর, আলম, রাতুল, হাসিব ও মনি। উপস্থিত ছিলেন অন্তু, জুনায়েদ, সাকিব, চয়ন, ওলি, আশিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের উপগ্রন্থনা প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও যুবলীগের পতাকা উত্তোলন ও মোটরসাইকেল মিছিল করা হয। সন্ধ্যায় আওয়ামী কার্যালায়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টার ও হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ শর্মা, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা, ইয়ামিন, বাবলু, যুবলীগ নেতা আসাদুল হক ডিটু, মতিউর রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, মিজানুর রহমান মিজান, আবু সাঈদ টগর, আবু সাঈদ পিন্টু, মোজাম্মেল, টুটুল, নুর আলম, রাজু, বুলবুল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাইদুল ইসলাম, আল কাফি প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, রাত ১২-০১ মিনিটে কেক কাটা, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিকেলে আলোচনাসভার মধ্যদিয়ে মেহেরপুরে পালিত হয় আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুর হক আসাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক অধ্যাপক নবী নেওয়াজ, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর ইসলাম মিজু, দফতর সম্পাদক আনিসুর রহমান, মহাম্মদপুর থানা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মারুফুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এমএস ইমন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল হালিম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আমহেদ চন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চাঁদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, যুবলীগ নেতা মোহন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেন্ডারী প্রমুখ। সকাল ৭টায় মাহফুজুর রহমান মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ৮টায় শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং রাত ১২-০১ মিনিটে মুজিবনগর পর্যটন মোটেলে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন যুবলীগ নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে মুজিবনগর স্মৃতিসৌধ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মুজিবনগর যুবলীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের সদস্য ইউনুস আলীসহ যুবলীগের নেত-কর্মীরা।