দামুড়হুদায় যৌথবাহিনীর হাতে জামায়াত-শিবিরের দু নেতা আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার খোরশেদ মণ্ডলের ছেলে শাহিকুল আলম অপু (৩০) ও পরানপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে আজিজুল ইসলাম (৪২) নামের দু শিবির কর্মীকে আটক করেছে। আটক শিবির কর্মী অপু দামুড়হুদা উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এবং আজিজুল ইসলাম দর্শনা পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। গতকাল বুধবার দুপুরে তাদের উভয়কে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ২টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেনের নেতৃতে এসআই কবির হোসেন, এসআই সুব্রতসহ উথলী বিজিবির বিশেষ ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার রাত ৯টা থেকে দামুড়হুদা উপজেলায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। তিনি আরো বলেন, চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে পূর্বাশা পরিবহনে অগ্নিসংযোগ করে গাড়ি পোড়ানোর অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। ওই মামলায় তাদেরকে আটক করা হয়েছে।