কেরুজ সার গোডাউনে আবারও ঘটলো সার চুরির ঘটনা : হাতেনাতে ২ শ্রমিক আটক

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকলের গোডাউন থেকে সার চুরির ঘটনা বেশ পুরোনো। দীর্ঘদিন ধরে গোডাউনের বস্তা থেকে সার চুরি করে আসছে দায়িত্বরত ব্যক্তিরা। মিল প্রশাসন বরাবর চোর ঠেকানোর উদ্যোগ নিলেও ফাঁকফোঁকড় দিয়ে রেহাই পেয়ে যায় রাঘব বোয়ালরা। সার চুরির ঘটনার সাথে জড়িতরা বরাবরই সংশ্লিষ্ট কর্তাবাবুদের ম্যানেজ করেই রেহাই পাচ্ছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কেরুজ চিনিকলের পুরাতন গ্যারেজ সংলগ্ন সার গোডাউন ইনচার্জের অনুপস্থিতির সুযোগে সারের বস্তা থেকে অভিনব কৌশলে সার বের করছিলো দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর বাসস্ট্যান্ডপাড়ার নুর মোহাম্মদের ছেলে দিনহাজিরা শ্রমিক আ. খালেক ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর মসজিদপাড়ার খোদা বক্সের ছেলে উসমান। এ সময় মিলের নিরাপত্তারক্ষীরা হাতেনাতে ধরে ফেলে দুজনকে। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেয়নি মিল কর্তৃপক্ষ। উসমান ও খালেককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সার চুরি ঘটনার মূলহোতা বহুল আলোচিত মুনসুর আলী এখনো বহাল তবিয়তে রয়েছেন সার গোডাউনে। মুনসুর আলীর ইশারায় এ ধরনের চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অভিযোগ উঠেছে মুনসুর আলী মিলের কোনো কোনো কর্তাবাবুকে ম্যানেজ করেই এ ধান্দা করে আসছেন দীর্ঘদিন ধরে।

Leave a comment