স্টাফ রিপোর্টার: অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডের সীমান্ত ফিলিং স্টেশন। অবশ্য বড়ধরণের ক্ষতি থেকে রক্ষা পেতে আর্শিবাদ হয়েছে ফিলিং স্টেশনের অদূরেই থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ সদস্যরা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা বলেছে, রাত আনুমানিক ১টার দিকে একটি মাইক্রোবাস সীমান্ত ফিলিং স্টেশনে তেল নেয়ার জন্য থামে। গ্যাস ও পেট্রোল চালিত মাইক্রোবাসটি সীমান্ত ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মাইক্রোতে থাকা চালক ও তার সহকারী দ্রুত নেমে রক্ষা পান। খবর দেয়া হয় ফায়ার স্টেশনে। দ্রুত পেট্রোলের আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হওয়ায় ফিলিং স্টেশনের ভুগর্ভের ট্যাঙ্ক যেমন রক্ষা পেয়েছে, তেমনই পাম্পও রক্ষা পেয়েছে অল্পের জন্য। তবে চট্টমেট্রো-চ-১১-১৫৭২ মাইক্রোটির অধিকাংশই পুড়ে গেছে। মাইক্রোচালক ও সহকারী চালক নিজেদের পরিচয় আজ্ঞাত কারণে দেননি। তবে তারা বলেছেন, সাতক্ষীরা থেকে আলমডাঙ্গায় ফিরছিলেন। আলমডাঙ্গার খোকন এ মাইক্রোর মালিক বলেও জানিয়েছেন চালক।