সরোজগঞ্জ যুগিরহুদা গ্রামের আশরাফুল গ্রেফতার

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ যুগিরহুদা গ্রামে হঠাৎপাড়ার আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সরোজগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ যুগিরহুদা হঠাৎপাড়ার আজিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ঝিনাইদহ থানায় নারী নির্যাতন মামলার আসামি। গতকাল সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজুল হক ও এএসআই হাদিউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জ বাজারের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a comment