খবর:(আলোচিত রাজন ও রাকিব হত্যা মামলায় ছয় পাষণ্ডের ফাঁসি)
তোমরা শুনি ঘাতক খুনি
খবরটা নয় বাসি,
সবাই বলে তোদের গলে
পড়বে এবার ফাঁসি।
রক্ত খেকো খাবি বেকো
দেবে সবাই লাথি,
বদের ধাড়ি ভাঙবে হাঁড়ি
ভাঙবে বুকের ছাতি।
জোঁকের ছানা পুলিশ থানা
খুব করেছিস তোরা,
তড়িঘড়ি গলায় দড়ি
এবার দে আনকোরা।
আহাদ আলী মোল্লা