ঝিনাইদহে দু দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় আনসার আলীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট করে আব্দুল আজিজ গ্রুপের সদস্যরা। গতকাল সোমবার উপজেলার হিরাডাঙ্গা শুড়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুটিরন নেছা, আব্দুল করিম বিশ্বাস, আনসার আলী, আকরাম হোসেন ও আকিমুলকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, সোমবার বেলা ১১টার দিকে আনসার উদ্দীনের ছেলে আকিমুল বিলে মাছ ধরতে যায়। এ সময় একই গ্রামের আব্দুল আজিজ ও উজ্জ্বলসহ তাদের দলবল আকিমুলকে মারধর করে। এ সময় মারধরের প্রতিবাদ করলে উভয় দলের মধ্যে সংঘর্ষ বাধে । সংঘর্ষে হিরাডাঙ্গা গ্রামের পুটিরন নেছা, রেখা খাতুন, আব্দুল করিম বিশ্বাস, আনসার আলী, আকরাম হোসেন, আবু বক্কর, আবুল কাশার, ওয়াহেদুল, জয়নুদ্দীন ও আকিমুল আহত হন। সংঘর্ষের সময় হিরাডাঙ্গা শুড়াপাড়া গ্রামের রতন, হানেফ আলী, জাফিরুল, আব্দুল করিম, আনসার আলীর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে আব্দুল আজিজ গ্রুপের সদস্যরা। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে দুপুরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক অভিজিৎ সিংহ খবরের সত্যতা নিশ্চত করে জানান, সামাজিক দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত।

Leave a comment