স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গাংনী বাজার মোড়ে শেখ রাসেল ক্লাব ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক সূত্র বলেছে, যুবলীগের দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। অবশ্য ক্লাবের তরফে বলা হয়েছে, কাউকে লাঞ্ছিত নয়, একটি গ্রুপ ক্লাবে হামলা চালিয়ে উসকানিমূলক ভাঙচুর করেছে।
আমাদের ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, গতরাত সাড়ে ৯টার দিকে বড়গাংনী শেখ রাসেল ক্লাবে ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবু হোসেন ১০/১২ লোকজন নিয়ে ক্লাবে ভাঙচুর চালিয়েছে। সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন জানান, ছাত্রলীগ নেতা মিল্টন ১০/১২ লোকজন নিয়ে ক্লাবে ভাঙচুর করছে এমন খবর পেয়ে আবু হোসেন গ্রামবাসীকে সাথে নিয়ে তা প্রতিরোধ করেন। এখন উল্টো আবু হোসেনের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।