নির্মাতা সুরাজ বারজাটিয়া বলেছেন, সালমান খানের জন্যই দিওয়ালিতে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিটি মুক্তি দিচ্ছেন। সালমান মানুষদের বদলে দিতে পারেন এমন উদ্দেশ্য নিয়েই ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি। সুরাজ বলেছেন, এই ছবিটি শুধু সালমানের জন্য। আমি তাকে মানুষের কাছে আইডল বানাতে চাচ্ছি। একটি ছবি, যার মাধ্যমে তিনি মানুষকে পরিবর্তন করে দিতে পারবেন। যদিও অল্পবয়স্করা আমার ছবি দেখার জন্য খুব কম হলে যান। কিন্তু যদি একজন অল্পবয়স্কও বলে, সে এই ছবিটি তার মা, দাদি ও স্বজনদের নিয়ে দেখতে চান, তবে সেটি আমার জন্য অনেক বেশি পাওয়া হবে।
ছবিটিতে সালমান খানকে ‘প্রেম’ চরিত্রে আবির্ভূত হতে দেখা যাবে। আগামী ১২ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। এখানে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর।