সাইফুল ইসলাম পিনুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: আজ ৯ নভেম্বর। সাইফুল ইসলাম পিনুর তৃতীয় মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে ২০১২ সালে তিনি পৃথিবী ছেড়ে চির বিদায় নেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম পিনুর মৃত্যুর এক বছর আগে ১৮ নভেম্বর ইন্তেকাল করেন তার স্ত্রী নাজমা আরা বেগম মমতাজ। পিনু-মমতাজ দম্পতি রেখে গেছেন একমাত্র মেয়ে পিয়াকে। পিয়া বর্তমানে বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সাইফুল ইসলাম পিনু ও নাজমা আরা বেগম মমতাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামী শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা রেলপাড়ার সাইফুল ইসলাম পিনু ছাত্রজীবনে ছিলেন তুখোড় নেতা। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভিপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে পর পর দু দফা বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন। দৈনিক মাথাভাঙ্গার প্রতিষ্ঠাকালে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে তাকে প্রধান সম্পাদক পদে পদায়ন করা হয়। মৃত্যুর পরও তার পদটি তাকেই দিয়ে রাখা হয়েছে। তার তৃতীয় মৃত্যুবাষির্কীতে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদকীয় কলাম তার স্মরণে উৎসর্গকৃত।
Saiful Islam Pinu1