‘শেষ প্রহর’ শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে একেবারে ভিন্নভাবেই দর্শকদের মাঝে ধরা দিচ্ছেন অভিনেত্রী পিয়া।
পরিচালক জানান, ‘গত শুক্রবার সকাল থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে মাড়েয়া গ্রামে শুটিং শুরু করেছি। চলবে টানা ছয়দিন।’ ছবিটির বিভিন্ন চরিত্রে আছেন ডন, শিমুল খান, মৌসুমী হামিদ ও জান্নাতুল ফেরদৌস পিয়া। শিমুল খান অভিনীত চরিত্রের নাম নরেন বাড়ৈ। ডাব, কলাসহ বিভিন্ন ধরনের পণ্য সে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে। তবে এই ছবির বিশেষ আকর্ষণ বা ব্যতিক্রম হিসেবে নির্মাতা অভিনেতা-অভিনেত্রীদের কাউকেই কোনো বাড়তি মেকআপ নিতে দেননি। পুরোপুরি ন্যাচারাল রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন নির্মাতা। এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং। সে চ্যালেঞ্জটা জয় করতে চাই। আমি বোধহয় মেকআপ ছাড়াই সুন্দর (হাসি)। যা এবার দর্শকরা দেখতে পারবে। আর নিজের প্রতি আত্মবিশ্বাস আছে বলেই মেকআপ ছাড়া অভিনয়ে কোনো সমস্যা হয়নি।’ উল্লেখ্য, পঞ্চগড় থেকে ফেরার পর আগামী জানুয়ারিতে আবার ছবিটির টানা শুটিং হবে দেশের বিভিন্ন ছিটমহলে। পুরো চলচ্চিত্রটি অনেকটা সত্য ঘটনার ছায়া অবলম্বনেই নির্মাণ করা হচ্ছে।