টুকরো খবর – দেশের বাজারে ফের কমলো সোনার দাম

ইন্টারনেট-অ্যাপে সাময়িক কড়াকড়ি : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার: জঙ্গি অর্থায়ন বন্ধে ও তাদের শনাক্ত করতে কিছু অ্যাপ বন্ধ করাসহ ইন্টারনেটের বেশ কিছু অ্যাপসে সাময়িক কড়াকড়ি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডস সফর নিয়ে গতকাল রোববার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে জঙ্গি দমনের বিষয়ে কথা বলার সময় এমন ইঙ্গিত দেন তিনি। সাম্প্রতিক কয়েকটি হত্যা ও হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, ডিজিটালাইজেশনের শুভফল যেমন আছে, খারাপ ফলও আছে। এতো বেশি আমরা সেই থ্রি-জিতে, ফোর-জিতে চলে গেছি…ইন্টারনেট-ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে এই জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছে। এ ধরনের জঙ্গি তৎপরতা বন্ধে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমরা দেখবো এটা যদি খুব বেশি-ই করে, হয়তো একটা সময়ের জন্য, কিছু দিনের জন্য অন্তত এটা আমরা বন্ধ করে দিয়ে… এই লিংকগুলি যাতে ধরা যায়।

দেশের বাজারে ফের কমলো সোনার দাম
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা কমেছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৪২ হাজার ৫১৫ টাকা। আজ থেকে এ দাম কার্যকর হবে। গতকাল রোববার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১৭ অক্টোবর সোনার দাম এক দফা বাড়ানো হয়েছিলো। এদিকে রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিলো ৩৭৩ ডলার। প্রতি ডলার ৭৮ টাকা হিসাবে এর দাম দাঁড়ায় ২৯ হাজার ১১৩ টাকা। বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ৪২ হাজার ৫১৫ টাকায়। রোববার এর দাম ছিলো ৪৩ হাজার ৭৪০ টাকা। আর ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৪১ হাজার ৬৪০ টাকা থেকে কমে ৪০ হাজার ৪১৫ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ভরিপ্রতি ১ হাজার ২২৫ টাকা কমে ৩৩ হাজার ৭৬৭ টাকা বিক্রি হবে। একই হারে কমেছে সনাতন পদ্ধতির সোনার দামও। আজ এই ক্যাটাগরির ভরিপ্রতি সোনা ২২ হাজার ৬৪৬ টাকায় বিক্রি হবে।
সোনার পাশাপাশি রূপার দামও কমেছে। গতকাল রোববার প্রতি ভরি রূপার দাম ছিলো ৯৯১ টাকা। আজ থেকে ৫৯ টাকা কমে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে সোনার মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ১৭ আগস্ট দাম বাড়ানো হয়েছিলো। বাজুস সূত্র জানায়, এযাবতকালের গত ৫ বছরের মধ্যে সোনার সর্বোচ্চ দাম ছিলো ২০১২ সালে। এ সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিলো ৬০ হাজার ৬৫ টাকা।

জেএসসি পরীক্ষায় উত্তরপত্র লিখে দিলেন শিক্ষক
স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর দুমকিতে জেএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র লিখে দেয়ার অপরাধে রেজাউল করিম নামের এক শিক্ষকে দু বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫দিনের সাজা প্রদান করা হয়েছে। প্রথম শ্রেণির নির্বাহী মেজিস্ট্রেটের ক্ষমতাবলে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে রেজাউল করিম নামের ওই শিক্ষককে গতকাল রোববার এ দণ্ড দেয়া হয়। জানা যায়, রোববার গণিত পরীক্ষার শেষ সময়ে কেন্দ্রের ১ নম্বর ভেন্যুর ৮ নম্বর কক্ষে পরীক্ষার্থীর উত্তরপত্র লেখার সময় রেজাউল করিমকে হাতেনাতে আটক করেন নির্বাহী মেজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। পরীক্ষা শেষে কেন্দ্রের অফিসকক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার হয়। সাজাপ্রাপ্ত রেজাউল করিম কলাগাছিয়া কলেজের প্রভাষক। উপজেলার জলিশা গ্রামে তার বাড়ি। কেন্দ্র সচিব মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাউল করিম একজন বহিরাগত শিক্ষক। কেন্দ্র এলাকার ১৪৪ধারা ভঙ্গ করে অবৈধভাবে পরীক্ষার হলে প্রবেশ করে নিকটাত্মীয়ের উত্তরপত্র লেখায় সহায়তার চেষ্টাকালে তাকে আটক করা হয়েছে। সাজাপ্রাপ্ত শিক্ষককে থানা পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।