ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় ৯ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। পরশু রাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলায় নাশকতার আশঙ্কায় এ অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সদর উপজেলা থেকে ৩, কালীগঞ্জ থেকে ৩ জনসহ অন্যান্য উপজেলা থেকে মোট ৯ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। তাদের থানা হাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।