চুয়াডাঙ্গা থানা মসজিদের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ভাস্কর্য নির্মাণে আপত্তি তুলেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার থানা মসজিদের সামনে ভাস্কর্য নির্মাণে আপত্তি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা। মসজিদের সামনে ভাস্কর্য নির্মাণ না করার অনুরোধ জানিয়ে লিখিত আবেদন হুইপ, জেলা প্রশাসক ও পৌর মেয়রের নিকট গতকাল পেশ করা হয়।
ইসলামী অন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জিনারুল ইসলাম ও সভাপতি প্রভাষক আবুল হোসেন স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তযুদ্ধে শহীদদের স্মরণে চুয়াডাঙ্গা থানা জামে মসজিদের সামনে যে ভাস্কর্য নির্মাণ হতে যাচ্ছে তা ইসলামি বিধান মতে হারাম। যে কারণে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মহান মুক্তিযুদ্ধে এদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানসহ সকল বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে এদেশ স্বাধীন করেছে। যারা পাক হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হয়ে শাহাদত বরণ করেছেন তাদের মর্যাদা বৃদ্ধি হোক এবং তারা যাতে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে জান্নাতবাসী হন সেটা আমরা কামনা করি। শহীদদের স্মরণে মূর্তিমান ভাস্কর্য নির্মাণ না করে ইসলামি বিধান মতে বীর শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে সেটা করার জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মহান স্বাধীনতার স্মারক ‘শহীদদের স্মরণে’ ভাস্কর্যের ফলক উন্মোচন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।