চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়ক চলাচলের অনুপযোগী : বাস চলাচল বন্ধ : বিপাকে যাত্রীসাধারণ

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-কুষ্টিয়া জনগুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছে বৃহত্তর একালাবাসী। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কুষ্টিয়া জেলার অংশটুকু বাস চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহণ মালিক সমিতি এ রোডের কুষ্টিয়ার অংশে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া জনগুরুত্বপূর্ণ সড়কটির চুয়াডাঙ্গা জেলার অংশটুকুর অবস্থা বেশ ভালো থাকলেও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত প্রায় ১৫/১৬ কিলোমিটার একেবারেরই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৫/১৬ কিলোমিটার রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়ে গুরুত্বপূর্ণ এ সড়কটি এমন দুরবস্থা। অথচ কুষ্টিয়া জেলার কৃতি দু সন্তান মহাজোটের মহানেতা। তা সত্ত্বেও দীর্ঘ ৭ বছরেও গুরুত্বপূর্ণ এ রাস্তাটির সংস্কার হয়নি। ফলে দীর্ঘ ৭ বছর ধরে দু জেলার অসংখ্য মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করে করে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-কুষ্টিয়ায় যাতায়াত করেন। অন্যান্য প্রয়োজন বাদ দিলেও শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে এলাকাবাসীকে বাধ্য হয়েই যেতেই হয় কুষ্টিয়া শহরে। বর্তমানে সড়কটির কুষ্টিয়া জেলার ১৫/১৬ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গত বুধবার থেকে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন মালিক সমিতি কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা পর্যন্ত শুধুমাত্র যানবাহন চলাচল করছে। ফলে চরম বিপাকে পড়েছে বৃহত্তর এ অঞ্চলের মানুষ।