স্টাফ রির্পোটার: ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখায় টাকা জমা দিতে আসা এক গ্রাহককের কাছ থেকে কৌশলে ১০ হাজার টাকা চুরি করেছে প্রতারক চক্র। গতকাল রোববার দুপুর পৌনে একটায় এ ঘটনা ঘটে।
ব্যাংক ও গ্রাহকসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের মাছ আড়তের মৎস্যব্যবসায়ী অহিদুল ইসলাম নেপাল কাপড়ের ব্যাগে করে ১ লাখ ৬২ হাজার টাকা ওই ব্যাংকে জমা দিতে আসেন। কাউন্টারে টাকা জমা দিতে গিয়ে দেখেন ব্যাগের নিচে ব্লেড দিয়ে কাটা। পরে টাকা গুণে দেখা যায় ১০ হাজার টাকার একটি বান্ডিল নেই। টাকা জমা দিতে আসা ব্যাংকের গ্রাহক অহিদুল ইসলাম বলেন, তিনি টাকা জমা দেয়ার জন্য লাইনে দাড়ান। এ সময় দুজন ভদ্রলোক আমার কাছে ঘোরাঘুরি করছিলো। কাউন্টারে টাকা দেয়ার পর দেখছি একটি বান্ডিল নেই। তার পর দেখি ওই দু ব্যক্তি উধাও। বিষয়টি ব্যাংক ম্যানেজার মাহমুদ হাসানকে জানালে তিনি সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে বলেন, দুপুর ১২টা ৪৪ মিনিটের সময় প্যান্ট-শার্ট পরা ফর্সা বর্ণের এক ব্যক্তি ব্লেড দিয়ে ব্যাগ কেটে ১শ টাকা নোটের ১টি বান্ডিল তুলে নিচ্ছে। সিসি ক্যামেরার ছবিতে টাকার ব্যাগ হাতে টুপি মাথায় দেয়া ব্যক্তির পেছনে দাঁড়ানো ফুলশার্ট পরিহিত দু ব্যক্তি টাকা নিচ্ছে। বেশ কিছুদিন থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যাংকে এক শ্রেণির প্রতারকচক্র ঢুকে নানা কৌশলে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার মাহমুদ হাসান জানান, গ্রাহক অহিদুল ইসলাম বিশ্বাস বিষয়টি আমাকে জানালে আমি তখনকার রেকর্ডকৃত সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বলি এবং সে ফুটেজে দেখা যায় কিভাবে চুরি হয়েছে। তবে গ্রাহকের টাকা তার নিজ হেফাজতে রাখা উচিত। টাকা খোয়া গেলে ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। এ বিষয়ে গ্রাহক অহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা সদর থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেছেন কি-না তা জানা যায়নি।