ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে গোকুলখালী বাজারের অদূরে যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ট্রাক ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ট্রাকের পেছনে ধাক্কা মারলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীদের অনেকেই কম-বেশি আহত হন।
জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা খালেক এন্টার প্রাইজের লোকাল বাস (চুয়াডাঙ্গা ব -১১-০০০৭) দ্রুত বেগে গোকুলখালী বাজার ক্রস করতে গেলে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় অনেক আহত যাত্রীকে হাসপাতালে নেয়া হয়। গোকুলখালী বাজারের জনসাধারণ অভিযোগ করে বলেছে, চুয়াডাঙ্গা -মেহেরপুর সড়কের লোকাল বাসগুলো কোনদিনই নিয়মের তোয়াক্কা না করে মেহেরপুর থেকে ধীরে ধীরে এসে কুলপালা থেকে দ্রুত গতিতে চুয়াডাঙ্গার দিকে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেক যাত্রী বাড়ি ফেরে। এদের মধ্যে মেহেরপুরের আমঝুপির মীরপাড়ার শরিফ উদ্দিনের স্ত্রী সেলিনা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।