চন্দ্রবাসে আজাদ-তক্কেল-জিল্লুর স্মৃতি ফুটবলে নানা-নাতির গোল উৎসব

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাস গ্রামে আজাদ-তক্কেল-জিল্লু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চন্দ্রবাস স্কুলমাঠে মুজিবনগর আনন্দবাস ফুটবল একাদশ ও চন্দ্রবাস ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চন্দ্রবাস ফুটবল একাদশ ৫-১ গোলের বিশাল ব্যবধানে আনন্দবাস ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় চন্দ্রবাস ফুটবল একাদশের ফরোয়ার্ড ওয়াসিম আকরাম বেল্টু ৪ গোল করলেও তারই নানা সাবেক কৃতী ফুটবলার ৬৫ বছর বয়সী আবুল কাশেম ভালো ফুটবল নৈপূন্য দেখিয়ে ৫ম গোল করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন সামাদ মাস্টার, আজিজুল ও জাকির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট পরিচচালনা কমিটির সভাপতি হাজি রমজান আলী মাস্টার, সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম।