মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের বৃদ্ধা বাছিরন নেছা পানিতে ডুবে মারা যান। গতকাল শনিবার সকালে প্রতিবেশী রবি মিয়ার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি গৌরিনগর গ্রামের মৃত ভাদু শেখের স্ত্রী।
জানা গেছে, বাছিরন নেছা (৬৫) ছিলেন মানসিক ভারসম্যহীন। তার ছেলেরা তেমন খোঁজ খবর রাখতেন না। গতকাল শনিবার ভোর রাতে কোন এক সময় তিনি রবি মিয়ার পুকুরে পড়ে মারা যান বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুস সালেক জানান, পারিবারিকভাবে তার মরদেহ গতকাল দুপুরে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।