স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পক্ষে তৃতীয় বোলার হিসেবে ২০০ উইকেট পেলেন মাশরাফি বিন মুর্তজা। গতকাল শনিবার মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজের তৃতীয় ও ইনিংসের ২৪তম ওভারে দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দার রাজার উইকেট পাওয়ার মধ্যদিয়ে তিনি ২০০ উইকেটের মালিক হলেন। ডেঙ্গুজ্বরের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে থাকাটাই একটা সময়ে অনিশ্চিত ছিলো।
কিন্তু সব জল্পনা-কল্পনা আর শঙ্কা পেছনে ফেলে শনিবার মাঠে নামেন বাংলাদেশ অধিনায়ক। আর মাঠে নেমেই দুর্দান্ত এক মাইলফলকে পা দেন। এর আগে আবদুর রাজ্জাক আর সাকিব আল হাসান এই কীর্তি গড়েছেন। মুস্তাফিজুর রহমান আর আরাফাত সানিকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেছিলেন মাশরাফি। একে একে আক্রমণে এলেন সাকিব আল হাসান, আল আমিন হোসেন। এরপর বল হাতে তুলে নেন মাশরাফি। রাজাকে ফেরানোর পর নাসিরের ক্যাচে ফেরালেন ম্যালকম ওয়ালারকে। ৬ ওভারে মাত্র ১৩ দিয়ে দলের সবচেয়ে মিতব্যয়ী বোলারও মাশরাফিই। এছাড়া তার ৮ বলে ১৪ বেশ ভূমিকা রেখেছে ২৭৩ রানের স্কোর গড়তে। উইকেট শিকারে মাশরাফির আগে আছেন দুজন। এর মধ্যে আবদুর রাজ্জাকের উইকেট সংখ্যা ২০৭ ও সাকিবের ২০৬টি।