টিপ্পনী
খবর:(ট্রেনের সিট নেই অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়)
পয়সা দিলেই সিট পাওয়া যায়
মেলে রেলের টিকিট,
যারা এমন উপরি কামায়
তারা যে সব কী কীট!
ট্রেনে কোনো সিট খালি নেই
ছাদের কোনো পিঠ খালি নেই
হবে না তাই খাতির;
পয়সা পেলেই দেহ চলে হাতির।
স্টেশনে টাকা ওঠে
খোটে কয়েক দালাল,
কর্তা যারা ভাগ পেয়ে যায়
চেহারাটা যা লাল?
আহাদ আলী মোল্লা