স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের রমজান আলীর ছেলে খাইরুল ইসলাম (২৩), হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে সাইপার আলী (৫০), মৃত সামসুদ্দিন বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাস (৫০), আজিবরের ছেলে আবেদুলাহ (৫০) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মফিজের ছেলে জিহাদ আলী (৫৭)। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, শহর ও উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ৫ জন নেতাকর্মীকে আটক করা হয়।