দর্শনা অফিস: দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বেগমপুর প্রতিনিধি দর্শনা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মোবাইলফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় নজরুল ইসলামকে মোবাইলফোনে ০১৭৩৪-১১২৫২২ নম্বর থেকে ফোন করে বোমা মেরে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় নজরুল ইসলাম সাধারণ ডায়রি করেছেন। সাংবাদিক নজরুলকে হত্যার হুমকির প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল। হুমকিদাতাকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলে বক্তব্য রাখেন প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়কারী মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, নুরুল আলম বাকু, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, রাজিব মল্লিক প্রমুখ। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সাথে মোবাইলফোনে সাংবাদিক নজরুলের বিষয়ে কথা বলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় পুলিশ সুপার রাশীদুল হাসান হুমকিদাতাকে গ্রেফতারের আশ্বাস দেন।