মেহেরপুরের পল্লি ফতেপুরে সুফি দরবেশ দৌলত শাহ স্মরণে সাধুসঙ্গ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: সুফি দরবেশ দৌলত শাহ স্মরণে গত বৃহস্পতিবার থেকে দুদিনব্যাপি এক সাধুসঙ্ঘ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর ৪৩তম দিবসে সাধকের অসংখ্য ভক্ত, অনুরাগী ও সাধকবৃন্দ দৌলত শাহর বাড়ি মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে অবস্থিত মাজারে ১ মিনিট নীরবতা পালন করে সাধককে স্মরণ করেন। তার নিজ কন্ঠের রেকর্ডকৃত গান বাজিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। গত বৃহস্পতিবার রাতব্যাপি বাউল লালন ফকিরের লালনগীতি পরিবেশন করেন সাধক, ভক্ত ও শিল্পীবৃন্দ। গতকাল শুক্রবার সকালে বাল্যসেবা, গান ও পূর্ণসেবার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সুফি দরবেশ (সাধক) দৌলত শাহর ভক্ত অনুরাগীরা যোগ দেন। পরসে আসন গ্রহণ করেন সাধু দরবেশ দৌলত শাহর বিবি রোকেয়া খাতুন (৭৫)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন রায়হানুল কবীর। সার্বিক দায়িত্বে ছিলেন মো. আলী হোসেন ফকির, সাজেদুর রহমান, আনোয়ার হোসেন বাবুসহ ভক্তবৃন্দ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর সুফি দরবেশ (সাধক) দৌলত শাহ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। সাধু দরবেশ সাধক দৌলতশাহকে তার মায়ের কবরের পাশেই সমাধিস্থ করা হয়।

Leave a comment