দর্শনায় বাউল মেলার প্রস্তুতিসভা

দর্শনা অফিস: আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ায় বাউলমেলা ও লোকজ উৎসব। ৩ দিনব্যাপি এ উৎসব সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় প্রস্তুতিসভা। সভায় আলোচনা করেন বাউল উৎসব আয়োজক কমিটির প্রধান বিটিভির লোক সঙ্গীত শিল্পী ধীরু বাউল, সভাপতি ইসরাইল হোসেন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, সোহরাব হোসেন, নিজাম উদ্দিন, শওকত আলী, মাহবুল হোসেন, বাদশা, মন্টু, ইউনুস প্রমুখ।

Leave a comment