মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিততে ২১৮ রান করতে হবে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ইনিংসে ২০১ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২০০ রানে। স্কোর বোর্ডে ৯ রান জমা পড়তেই শিখর ধাওয়ান আউট হয়ে গেলে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। তবে চেতেশ্বর পুজারা আর বিরাট কোহলির ব্যাটে প্রতিরোধ গড়ে এগিয়ে যাচ্ছিল তারা। ২ উইকেটে ১২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। মোহালিতে শনিবার দিনের শুরুটা ভালো করলেও হঠাৎই ধস নামে স্বাগতিকদের ইনিংসে। অনিয়মিত বোলার ফন জিল ভারত অধিনায়ক কোহলিকে ফেরানোর পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। আগের দিনের করা ১১ রান নিয়ে ব্যাট করতে নামা কোহলি আউট হন ২৯ রান করে। ভারতের রান তখন ১৬১। শেষ ৮টি উইকেট ৩৯ রানে হারায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন পুজারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪টি করে উইকেট নেন অফস্পিনার সাইমন হার্মার ও লেগস্পিনার ইমরান তাহির।