আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। উদ্ধার করেছে ৩টি সাইকেল ও ১টি টিভি সেট।
জানা গেছে, গত বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের মৃত তুফান বিশ্বাসের ছেলে কলমের বাড়িতে ঢুকে সংঘবদ্ধ চোরচক্র সাইকেল, টিভিসহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গত পরশু রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আনিস ও এসআই আফজাল স্টেশনপাড়ার রেজাউল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। সে সময় বাড়ির মালিক রেজাউল করিম (৪৫) ও তার ছেলে রবিউল ইসলাম (২২), একই পাড়ার মৃত আক্কেল আলীর ছেলে মোক্তার হোসেনকে (৩০) আটক করে। ওই বাড়ি থেকে চোরাই ৩টি সাইকেল ও ১টি টিভি উদ্ধার করে। গতকাল শুক্রবারই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।