চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করলেন কিক্রেট একাডেমির উপদেষ্টা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি ক্রিকেটারদের অনুশীলন দেখেন এবং ক্রিকেটারদের উৎসাহিত করতে নিয়মিত অনুশীলন ও পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। একই সাথে এ একাডেমি থেকে যারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছে তাদের উদ্দেশে বলেন, আরো ভালো করে খেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে স্থান করে নিয়ে চুয়াডাঙ্গা জেলার মুখ তোমাদেরকেই উজ্জ্বল করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এসিল্যান্ড মারুফুল আলম, চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ক্রীড়ানুরাগী নাসির আহাদ জোয়ার্দ্দার, ক্রিকেট একাডেমির কোচ সাইফ রাসেল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বদর খান, মহসিন রেজা, অনূর্ধ্ব-১৮ জেলা দলের কোচ ইমরান ও ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব। উল্লেখ্য আগামীকাল রোববার চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল কুষ্টিয়া বাশার একাডেমির সাথে ক্রিকেট ম্যাচ খেলতে যাবে। এ ম্যাচে ভালো করার জন্য ক্রিকেট একাডেমির পক্ষ থেকে জেলাবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।