গাংনী হতে হাটবোয়ালিয়া পর্যন্ত ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা

মুর্শিদ কলিন: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া উদয়ন তরুণ সংঘ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় পযর্ন্ত ১০ কিঃমিঃ দৌঁড় শেষ হয়। বিভিন্ন বয়সের ২০০ প্রতিযোগী এ ম্যারাথন দৌঁড়ে অংশগ্রহণ করেন। এ সময় রাস্তার পাশে দাড়িয়ে অসংখ্য নারী-পুরুষ প্রতিযোগীদের উৎসাহিত করেন। দৌঁড়ে ৫০ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন গাংনী আমতৈল গ্রামের সোহাগ (১৯), ২য় স্থান অধিকার করেন আলমডাঙ্গা বাঁশবাড়িয়ার ৭ম শ্রেণির ছাত্র রাজিব ও ৩য় স্থান অধিকার করেন বড়বোয়ালিয়া গ্রামের মিলন। দৌঁড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন শেখপাড়া গ্রামের ৩য় শ্রেণির ছাত্র সোহাগ, সে ৯ম স্থান অধিকার করে। দৌঁড় শেষে হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আশাবুল হক ঠাণ্ডু, কিয়াম মেম্বার, আজাদ আলী বিশ্বাস, নান্নু বিশ্বাস, কালু জোয়ার্দ্দার, আব্দুস সামাদ, নুর মহাম্মদ, জাহিদুর রহমান টিটু, টেডি, চাদ আলীসহ উদয়ন তরুণ সংঘের একঝাঁক তরুণ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রেনেসাঁ কেজি স্কুলের শিক্ষক শাহাবুল ইসলাম ও আবুল কাশেম। প্রতিযোগিতার স্পন্সর করে আলমডাঙ্গার আঈন স্পোর্টস অ্যান্ড মোবাইল টাচ্।