গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ইমারত নির্মাণ শ্রমিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিন্দন্দ্বিতায় হাফিজুল ইসলাম সভাপতি ও সাইদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার ইমারত নির্মাণ শ্রমিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এ ঘোষণা দেন। এরমধ্য দিয়ে হাফিজুল ইসলাম ও সাইদুর রহমান পুনরায় নির্বাচিত হলেন।
সহসভাপতি মিজানুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ হোসেন, কোষাধ্যক্ষ জালাল হোসেন, প্রচার সম্পাদক আশাদুল ইসলাম, দফতর সম্পাদক জিনারুল ইসলাম, সদস্য পদে খাইরুল ইসলাম, ইকরাম হোসেন, লুৎফর রহমান ও জনি ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটি তফশিল ঘোষণা করলে হাফিজুল-সাইদুর প্যানেল ছাড়া অন্য কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন কুতুব উদ্দীন, মাহাবুবুর রহমান স্বপন, জমির উদ্দীন ও ওমর আলী, ফজলুল হক, আছাল উদ্দীন, গোলাম মোস্তফা, সামসুল হক, আবুল কাশেম। এদিকে নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নির্বাচন উপলক্ষে শ্রমিকদের বিনোদনের জন্য সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ।