মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে তার বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিৎ বসু, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্প্রাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, প্রেমনাথ রায় কাজল দত্ত প্রমুখ। এ সময় জেলার ১৯টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এমপি ফরহাদের সাথে হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের বিজয়ার শুভেচ্ছা বিনিময়
