আলমডাঙ্গায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর এলাকার এক্সেঞ্জপাড়া সোহাগ মোড়ে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এক্সেঞ্জপাড়া সোহাগ মোড়ে জুব্বার আলীর ছেলে শাকিল (১৫) ৬/৭ মাস আগে কোটচাদপুর ফুলবাড়িয়া গ্রামের আফিজউদ্দিনের মেয়ে সীমা ওরফে তুতুলের (১৫) সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো। গত বৃহস্পতিবার সীমা ওরফে তুতুল শাকিরের কাছে বাপের বাড়ি যাওয়ার জন্য বলে। তখন শাকিল নিয়ে যেতে রাজি হয়নি। সেই অভিমানে গতকাল দুপুরে তুতুল ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় থানায় অপমৃত্যু মামলা হলে থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। আজ ময়নাতদন্ত শেষে লাশ দাফন হতে পারে।

Leave a comment