২০১ রানে অলআউট ভারত

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার স্পিনারদের দাপটে প্রথম টেস্টের শুরুটা ভালো হয়নি ভারতের। কোনোমতে দুশো পার হয়েছে বিরাট কোহলির দল। স্বাগতিকদের প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট করা হাশিম আমলার দলও স্বস্তিতে নেই। দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে দু উইকেট হারিয়েছে অতিথিরা।

প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৮ রান। ডিন এলগার ১৩ ও আমলা ৯ রানে ব্যাট করছেন। এখনও ১৭৩ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা। প্রথম ওভার থেকেই স্পিনারদের সামলাতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। প্রথম ওভার করা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনই ভারতকে প্রথম উইকেট এনে দেন। তার বলে এলবিডব্লিউ হয়ে যান স্টিয়ান ফন জিল। বোলিংয়ে এসেই সাফল্য পান রবিন্দ্র জাদেজা। তার দ্বিতীয় বলটি না খেলে ছেড়ে দেন ফাফ দু প্লেসি। তাকে হতভম্ব করে বল সোজা স্টাম্পে আঘাত হানে। ভারতের স্পিনারদের প্রবল চাপের মধ্যেও দিনের বাকি সময়টুকু আমলাকে নিয়ে নিরাপদে কাটিয়ে দেন এলগার। এর আগে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারেই শূন্য রানে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন ভার্নন ফিল্যান্ডার। পরে প্রতিরোধ গড়া জাদেজার (৩৮) উইকেটও নেন এই পেসার।

ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নিয়ে চমকে দেওয়া কাগিসো রাবাদা টেস্ট অভিষেকে তেমন কিছু করতে পারেননি। তবে অধিনায়ক বিরাট কোহলিকে (১) দ্রুত ফিরিয়ে স্বাগতিকদের ওপর চাপ বাড়ান তিনি। উইকেট শূন্য থাকেন পেসার ডেল স্টেইন। তবে তার কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি দক্ষিণ আফ্রিকার স্পিনাররা।

ভারতের সাত উইকেট নেন অতিথি দলের তিন স্পিনার। মুরালি বিজয়ের সাথে সর্বোচ্চ ৬৩ রানের জুটি গড়া চেতেশ্বর পুজারাকে ফেরান এলগার। পরে অজিঙ্কা রাহানে (১৫), ঋদ্ধিমান সাহা (শূন্য) ও অমিত মিশ্রকেও ফেরান এই বাঁহাতি স্পিনার। ২২ রানে চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার তিনিই। টেস্টে এটাই এলগারের সেরা বোলিং। এই প্রথম কোনো ইনিংসে এক উইকেটের বেশি পেলেন তিনি। সর্বোচ্চ ৭৫ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান বিজয়কে ফেরান অফ স্পিনার সাইমন হার্মার। জাদেজার সাথে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়ে দলকে দুশো রানের কাছাকাছি নিয়ে যাওয়া অশ্বিন অপরাজিত থাকেন ২০ রানে। এক ওভারে শেষ দুই ব্যাটসম্যান উমেশ যাদব ও বরুন অ্যারনকে বোল্ড করে ভারতের ইনিংস ২০১ রানে গুটিয়ে দেন লেগ স্পিনার ইমরান তাহির।

Leave a comment