হোগলবাড়িয়া-মহাম্মাদপুর ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মহাম্মদপুর চাষিক্লাব

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হোগলবাড়িয়া-মহাম্মাদপুর চাষিক্লাব ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক চাষিক্লাব ক্লাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে হোগলবাড়িয়া-মহাম্মাদপুর হাজি ভরস উদ্দীন মাধ্যামিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে নওদা মটমুড়া দলকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটমুড়া ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদাক আহসান উল্লাহ মোহন, মটমুড়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা যুবলীগের সাবেক যুগ্মসম্পাদক সোহেল আহম্মেদ, গাংনী উপজেলা জাতীয় পার্টি সভাপতি সেলিম আহম্মেদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, আ.লীগ নেতা মনিরুজ্জামন আতু। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্মসম্পাদক সোহেল আহম্মেদ।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছাব্বির আহাম্মেদ ও সেরা গোলকিপার প্রিন্স। রেফারির দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান। বিজয়ী দলকে একটি ছাগল ও রানারআপ দলকে একটি ভেড়া দেয়া হয়।

Leave a comment