সৌম্যর জায়গায় দলে ফিরলেন ইমরুল

স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় একটা ধাক্কা খেলো বাংলাদেশ। পাঁজরের চোটের কাছে হার মেনেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। তার জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দু ওয়ানডের দলে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে দলে নিয়েছেন নির্বাচকরা। গতকাল বৃহস্পতিবার সৌম্যর জায়গায় ইমরুলকে নেয়ার ব্যাপারটি নিশ্চিত করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এদিনই জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ৬৪ বলে ৫৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন ইমরুল। গত মার্চে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি। গত মঙ্গলবার দলের অনুশীলনে বাঁ পাঁজরে ব্যথা পান সৌম্য সরকার। ব্যথাটা না কমায় গত বুধবার সকালে এমআরআই করানো হয় তার। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর প্রথম দু ওয়ানডের দল থেকে সরিয়ে নেয়া হয় সৌম্যকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, দু থেকে তিন সপ্তা মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে। জিম্বাবুয়ের সিরিজে খেলা হবে না বাঁহাতি এ মারকুটে ব্যাটসম্যানের। গত বুধবার অনুশীলনে ব্যাটিং করে নিজের অবস্থা পরখ করতে চেয়েছিলেন সৌম্য। কিন্তু অস্বস্তিটা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর ব্যাটিং করতে পারেননি।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানেডে।